পথেই সুযোগ দাঁড়িয়ে ছিল
বোকার হদ্দ  
তাই চিনে নিতে পারি নি;
এক পা এক পা
চড়াই উতরাই পেরিয়ে
গাছের ছায়ায় আকাশ  
মুক্ত আলো পাখিরদল
আর ভেঙেছি মানুষের কোলাহল।


মিশে মিশিয়ে রোদ বাগানে  
পেয়েও আরও পেতে চাই
হৃদয় অবুঝ নানান কথা।
বুক ভরে যায় বুকের ভেতর
আল্পনা রং সকালবেলা
চিনতে চাওয়া বুকের আঁচল
বুঝিয়ে দেয় বুঝে নেয়
যুগবার্তা সবুজ হাসি।


সেই যে আমার বেঁচে থাকা বাঁচিয়ে রাখা
জীবন চলা সুযোগ সন্ধানী।
        -০-০-০-