এক নাছোড়বান্দা কলার চেপে
বলল হেসে হেসে - কে হে তুমি ,
খুব চেঁচিয়ে তখন থেকে বলছ যা তা ।
নিজের ওজন জানতে গিয়ে
কত রাস্তা পেরিয়ে তুমি
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
কত সত্ত্বা হারিয়ে আজ
এখানে বেশ দাঁড়িয়ে কেবল
গর্ব করে জীবনচিত্রে খুব দম্ভ করো ।


গোবেচারা মূর্তি আঁটা , শুনেই
পিলে খানা গেল চমকে
ওরে বাস ! এ কে , কে তুমি ?
আমার আমি আমাকে তুমি
এমন করে কেন কর বেহিসেবী ।


এসো দুজনেতে খুব দোস্তি করি ।
     -০-০-