মাসিমণি , মাসিমণি , একটা গল্প বলো না
গল্প ছাড়া আমাকে যে আমি খুঁজে পাই না ,
মা শুধু ঘর গোছায় আর আমাকে সাজায়
আমার কত খেয়াল রাখে , চাঁদকে দেখায় ;
কথার সুখে কথায় নামিয়ে আনো আকাশ
আমাকে মানুষ করতে দাও কিছু অবকাশ
সারা হৃদয় ভরে ওঠে মানুষ হই যে আমি
মাসিমণি , তোমার গল্পে স্বর্গ আসে নামি ।
সম্পর্কের এই বাঁধনে সুর জাগে মাটিতে
সারা বিশ্ব এসে যায় আমার জীবন প্রাতে ,
গল্প সময় কল্প সময় জীবনের ছাদ গড়ে
রোজ তাই নতুন সূর্য পূব আকাশের পাড়ে ।
           -০-০-০-