আশেপাশে কোন বন নেই
শুধু ঠায় পায় দাঁড়িয়ে আছে কয়েকটা গাছ ,
আপ্রাণ চেষ্টা করে বাঁধানো রাস্তার ধারে
কার্নিসে ভাঙা দেওয়ালে গজিয়ে উঠ্ছে ঘাস ,
ঝোপ বলতে এখানে ওখানে ফেলে দেওয়া
শুধুই জঞ্জালের ঢিবি ;
আর যা কিছু আছে তা হল ইমারত , উঁচু আরো উঁচু ।


সবুজের নিয়নে গাছেদেরও চোখ ধাঁধিয়ে যায়
তাই শীতে পাতাগুলো খসিয়ে একেবারে নেড়া হয়ে যায়
তাই দেখে বিকেলে স্কুল থেকে ফিরে
ছেলে বলবে - গাছটা মরে গেল , বাবা ।
আবার যখন গ্রীষ্মের বুক চিরে লড়াই করে
বিক্ষিপ্ত অনিয়মিত টিপ টিপ বা অঝোর বৃষ্টি নামে
সবুজের আঁচলে ভরে ওঠে ,
এদিক ওদিক না তাকিয়ে তাই দেখে দেখে
কত কি প্রকৃতির ছবি এঁকে ফেলে
স্কুলের বাইরে এসে ।


প্রকৃতি ও জীবনকে বাঁচানোর তারও দায়িত্ব আছে ।
             -০-০-০-