এ যখন তুমি হাতে তুলেই ফেলেছ
আমি তোমাকে নামিয়ে রাখতে বলব না,
এর ব্যবহার যদি শিখে থাকো  
তাহলে ঠিক জায়গায় ব্যবহার করো।


তুমি যখন মেঠো গলি দিয়ে হাঁটবে
ধানক্ষেত মাড়িয়ে যাবে
সব্জিবাগান চারখার করে দেবে
হাত ধুতে যাওয়া জলও কান্নাকাটি করবে
বাঁচতে চাওয়া বাঁচিয়ে রাখার কোথাও
অন্যের দিকে তুলে ধরা
তোমার হাতে ওই
কোন কাজে লাগবে না;
ততক্ষণে কি বুঝবে এ কেবল ধ্বংসই করে?


হে মানবতা এবার করো
হিংসা অস্ত্রের পরিহার ।