একদিন বুলবুল এসেছিল সঙ্গে
আমার সাথেই বাস করে দিনরাত
জ্বালাতনে মরি আমি নাচে সদা রঙ্গে
যত ভুল করুক সে তবু ক্যায়া বাত।
ছোট হয়ে বড় হয়ে পরিচয় পর্বে
কত কি শিখি যে রোজ দেখে আমি তাকে
অনেক উঁচুতে বসে রঙিন সে গর্বে
বুল বুল আমারই সাজায় স্বপ্নকে।


ফুল হয়ে মালা গাঁথে রোদ মাখা ধুলো
কত কি যে নষ্ট সব পেরিয়ে এ দেহে
মায়ায় জড়িয়ে যায় বুল বুল আলো
আমার আকাশ কথা বিমোহিত স্নেহে।
এই বুলবুল 'আমি' বসেই অলিন্দে
অচেনা সেই জীবনে থাকি যে আনন্দে।