রাতটুকুকে জড়িয়ে ধরে দিনের গাওয়া গান
পথভুলেও যায় না চলে বিলাসিতার সুখ
তাই তো লোভের বাড়ায় নি হাত
আঁচলভরা দিশার আগুন শুকনো ফসলে ।


ওই দিকে ওই পুতুলখেলা খুশির রাশি
ছলা কলায় মন ভরানো মাসি পিসি
কিংবা 'সিনি'র আদরভরা চোখের জল
সবার জন্য ঘর বাতাসের বিরাগ মনে
দেয় দোলা দেয় মগ্ন মাদল হাওয়া ।


কিছুটি ও বোঝে না কেবল গড্ডলিকা ব্রেক
পছন্দ নয় ঘেরাটোপের নবীন বরণডালা
তাই সে খুশির ব্যাক্লহোলে খুব বিচরণ করে ;
অসন্তোষের ক্ষিপ্ত অসুখ জড়িয়ে তাকে ধরে
সে যে হারিয়ে যায় অন্য কথার ভিড়ে  
আবার ঘুরে দাঁড়ায়
অনিন্দ্য কোন আলোর বিন্যাসে ॥
     -০-০-০০-