ঘরে আলো জ্বালানো ছিল
তাই বুঝতে পারি নি
কখন বিকেল গড়িয়ে রাত্রি নেমে এল
বর্ষা মেঘের আকাশে ।
এখন আর নেই পাখিদের কলরব
ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগুলোর উজ্জীবতা  
মেঘের ফাঁকে দিগন্তের লাল আভাও হারিয়ে গেছে
কতসব ইমারতের আড়ালে ।
মানুষের কোলাহল আরো বেড়ে গেছে
আমার আনমনা বিষয়ী ভাবনা তাই দেখতে
বারান্দায় বেরিয়েছে
আবছা আলোয় ঝিরিঝিরি বৃষ্টি ;
গুটি গুটি পায়ে তুমি চলেছ এগিয়ে  
তাই বেশ বুঝতে পারি
এ সন্ধ্যেটা কিছুই নয়
পূর্ণ জীবনের খোঁজে এ যে কালের নিয়ম ।
              -০-০-০-