আকাশে জমছে মেঘ বৃষ্টি দাও


পথ থেকে কুড়িয়ে আনা ধুলো
ঘরে ফিরেই , দাও শান্তি দাও


হাঁটু গেড়ে কোথাও না কোথাও
সুদূরে নিজেকে নিজে চিনতে হয়
স্বপ্ন চাই এই বলে - দাও দাও ;


কতক শুনে কতক বা শোনে না
কিছু ঝুলে রয় কিছু বা অজানা
অনেক তো পাওয়া হয় বা হয় না
ভিক্ষার ঝুলি ভরে অর্জনে অন্যন্যা ।


মনটা সুদৃঢ় থাকে মাথা থাকে উন্নত
দয়া মায়া ক্ষমা শুধু যে দিতে হয়
হাত ফেলে অপার্থিব মাগি আস্বাদ
জীবনের গৌরব যে তারই অংশীদার
আশাতে আকাশ মাখি বিষয় সম্মত ।
        -০-০-০-