(১)
মুখ মুখোশ
--------
পসরা সাজিয়ে মুখ বিক্রি
আদিম থেকে সবাই একচ্ছত্র,
বার বার মুখোশ চেয়ে
মুখ হারিয়ে দেয় যুগচিত্র।


          (২)


মনে মন্বন্তর
চেতনার ভিখারী বেশ
দ্বারে দ্বারে প্রেম ভিক্ষা করে।


মনেরও যে খুব বাঁচার ইচ্ছে ।


                   (৩)
সাধারণ
---------
আমাদের শরীর বেয়ে রোজ বৃষ্টি নামে,
ক্ষমতার শেকড়ে তবু জল পায় না।
        
             -০-০-০-