মনটা এত কাঙাল অপূর্ণ  নিঃশ্বাসে
আরো যে তার কি যেন অনেক অনেক
চাই । তাই সে ভাগ্যের আকাশতলেই
বসে ধ্যানাসনে , খোঁজে বিশ্বাসীর ছায়া
হয়ে যোগীরাজ । মুখ দীনতা আকরে
অনন্ত সুখ পাহারা পাড়ি দেয় দিশা ;
চাহিদায় প্রণতির বিক্রম বিলাসী
রোজ হাত পেতে চায় ভিক্ষা ঝুলি ভরে ।
ভিজে ওঠা লোভও যে রোদে শুতে চায়
মাটিও সুফলা হতে ডাকে ঘন মেঘ
পার্থিবে অলীক আশা তবুও শান্তির
পথ মিলছে না । তাই পথিক মনুষ্য
জীবনে ভিক্ষার ভাষা স্বাতন্ত্র্যে গম্ভীর
নীতির বাসনা গড়ে , স্বভাবে বিকার ।
        -০-০-০-