আজকাল নিজের অবস্থানকে
বারান্দায় ঝুলিয়ে
সামাজিক দিক বদলেও
কথার বাড়বাড়ন্ত ।
রাস্তাঘাটে ছড়িয়ে দোষের বোঝা
নামিয়ে ফেলি ঘাড় থেকে ।
স্বাধীন ভাবনার মত ভেজা কাপড়ে
রোদকে কি ঝোলানো যায় ?
মিষ্টতাও দূরত্ব বাড়ায় ছলনার আশ্রয়ে
তাহলেও আমার বক্তব্য
কেঁদে ওঠে কষ্টের বিড়ম্বনায় ।


বাঁচতে শিখি দরজা খুলে
অতিক্রম করে না সাবলীল আর্বত
সকালগুলো এখনও একই আছে
আমাদের বিবর্তন বিন্যাসে ;
তাদের কোন না কোন
মুখর মাঠ বারান্দা হবেই ।


আমাদের অবস্থান কোন কথাই বলে না
জানলা খুলে বসেই থাকে ।
       ——