পথ ভুল করে অন্য পথে ঢুকে পড়লেও
পথেই থাকা হয় ,
সেই পথের অন্য দিশায় নাও তো
থাকতে পারে ভয় ।
যে ভয়েতে তুমি পথের মাঝেই
পথ হারিয়ে ছিলে
এখানে দাঁড়িয়ে এই পথের ধারে
ভয়কে যাও ভুলে ।
সমস্ত দিশা যায় চলে যায়
কোন না কোন পথ ধরে
কোথাও বা ভুল কোথাও বা ঠিক
কোথাও থাকে ভয়
পথ হারিয়ে পথকে খুঁজেই তুমি
জীবন করবে জয় ।
-০-০-০-