উল্টোদিকের বাস ধরে
হুস করে বেরিয়ে গেল রহস্যাবৃত সৌন্দর্য্য ,
আমার জীবনের এ অধ্যায় নয়
ভেবে এক পা এক পা করে
ছড়িয়ে থাকা এ শহরে গুটিয়ে নিতে শুরু করলাম
আমার আদর্শের কোনানুপাতের জায়গাগুলো ।
সাজানো ইতিহাসে এখানে বিষয়ের উড়ালপুলে
রঙের বাহারে সুউচ্চ দাঁড়িয়ে থাকা স্ট্যাচুতে
বৈকালিক আলোচনা ঘোরাফেরা করে
আমাকে বার বার নাট্য ঐতিহ্যে নতজানু করে দেয় ।
সেই সব দিনের আঁধারেও
চোখে ধাঁধিয়ে আমি নিজেই রাত্রি হয়ে
লুকিয়ে যাচ্ছি নানান বক্তব্যের খোলসে ।  


এ দিকেও একটা বাস আসুক
আমাকে নিয়ে যাক জীবনের সরল অঙ্কে
যেখানে মিলে যায় এক এক করে আমরা দুই ।
      -০-০-০-