আজ আর মাথাটা একটুও কাজ করছে না
যা চেয়েছি যা পেয়েছি এবং যা যা করেছি
সবটা গরমিলে উত্যক্ত মনের গোলকধাঁধা ।
তাতে আমি নেই আমার ছায়া ঘোরে ফিরে
আমার বুকের ভেতরে আকুলি বিকুলি
এক যন্ত্রণার আস্তরণে মুড়ে ফেলে আমাকেই ।
কি চায় সে আমিই বা কি যে চাই কেন চাই
কোন কিছু উত্তরের বা গূঢ় প্রশ্নের মূল্যায়ন
ইতিবাচক দিশার বিকিরণ ঘটে না মস্তিষ্কে ।


স্থবির হয়ে যায় পুরো সময়টা এই অসময়ে
বুকের মধ্যে সে নাচে না ঢেউ খেলে না
হাসে না কাঁদে না ভাবে না ভাবায় না
এমন কি বয়েও যায় না সময়ের হাত ধরে ।


তাই আজ আর মাথাটা আর কোন কাজ করছে না
সময়ের ধারাপাতে কেবল শুন্য হয়ে বসেই আছে ।
       -০-০-০-