আলোর ঠিকানা দিতে মুক্ত যাত্রায় এসো হে পথিক
নিজেকে নির্মল করে পথ আঁধারে রচ হে স্বর্গ মানবিক
মঙ্গলঘটে সাম্যের শুদ্ধসার কল্যাণে জ্বালাও আগুন
যৌবনমুখ মিলনের সুরে রাঙ্গা প্রভাতে আনো হে ফাগুন ;


ধর হে বিজয় সুখের বাসবে নব তরণীর হাল
সুর্য রক্তিম আলোতে গড় হে শুভ্র পতাকা ঢাল ;
বাঁচতে শেখো হে বাঁচিয়ে তুলতে এ জীবন সার্বিক
সাজিয়ে আলোকিত পোড়াও নিজের অহং দাম্ভিক ।
দীপ জ্বালিয়ে আশার স্বপ্নে পুণ্য মালতী বঙ্গভূমে
সবার জন্য জাগাও কিশলয় প্রাণের প্রণতি সম্ভ্রমে ।                                              
         -0-0-0-