যারা সিঁড়ি তৈরি করেছিল
আমরা তাদেরকে চিনতাম না ,
উপরে উঠতে পারার আনন্দে
নেচে উঠেছিল এ সারা সমতলের জন জাগরণ ।
মাটিতে দাঁড়িয়ে যে আকাশ দেখি
তারই কাছাকাছি পৌঁছে আকাশ আর মাটিকে দেখব
জীবনকে পাখির সুখে ভাসিয়ে
কেঁচোর ঝুর ঝুর বাসনায় সম্পৃক্ত করে
ভালোবাসার ঠিকানা বদলে
সভ্যতার ঘর গেরস্থ হবে ভেবে
আমরা প্রাণপাত করে সেই নির্মাণে হাত লাগিয়েছিলাম ।


অথচ আর আমরা কেউ নেই
মালভূমির টেবিলজুড়ে দখল নিয়েছে
যারা সিঁড়ির উপরে ছিল তারাই ।
আর আমাদের সমতলটুকুও
কোথাও কোথাও খাদের গর্ভে তলিয়ে যাচ্ছে ।


হে সভ্যতা তুমি এবার ঝাঁ চকচকে জনগণ হও ।


         -০-০-০-