নিজের গাওয়া ধ্বংসের সুরে
বুঝবে বাছাধন কত ধানে কত চাল
এ টীকা টিপ্পনী চলে না।
না-বানিয়ে পেয়ে যাওয়া চালে
তোমার হিম্মতের তারিফ
তোমার জায়গায় তোমাকেই কাঁপছে,
কিভাবে এ পৃথিবীকে
বুঝে নেওয়ার কাহিনী শেখাবে?
রক্তের জন্মে কত বিবর্তন
তোমার জানা
সারবত্তার ফাঁপা রহস্য
তুমিই তো ভাল করে জানো?
সেই রক্তের গন্ধে
মানবিক আর্ত মুখচিত্র,
লোকালয়ে ছড়িয়ে দিচ্ছি
তোমারই বুঝবে বাছাধন হাতিয়ার।


শান্তির গানে অন্য কিছু থাকে না
শুধু মানুষ আর মানুষ
সেখানে পৃথিবী
জীবনে গড়া।
        -০-০-০-