রাস্তাটাই লিখে রাখুক রোজনামচা,
যাচ্ছি পায়ে পায়ে হোঁচট সিনি
আসছে বৃষ্টি মেঘ হৃদয়ী
রাঙানো ঝরছে রাস্তাজুড়ে ।
কাজের ফাঁকে এইটুকুই অবসর
কোলাহল সাজিয়ে রাখা রাস্তা
বলছে কথা বলিয়ে নিচ্ছে
ভাসিয়ে দিচ্ছে কল্পনাতে।
প্রাণের এত আকুল বাঁচা
আলো দেখিয়ে আলো
সিনির সাথে চাঁদের দেশ
ফুলের বনে মুক্ত স্নান
সুখের রাজ্যে অচিনপুর
মেঘমালায় হারিয়ে যাওয়া
আবার খুঁজে পাওয়া ঘরের কোণ;
আমি আমার আমাকে জানিয়ে দেয়
এই রাস্তা লিখে রাখুক এই নিজের পথ ।


         -০-০-