ঘেমে নেয়ে বদ্ধ রান্না ঘর
কাজের লোক ছুটিতে
খাওয়ার আয়োজন ব্যস্ততায়
স্নানে যাওয়ার খুনঁসুটি ঘরে
ভালোবাসি আঁকলাম,
অকারন আদরের হাসি
বলে যায় ভালোবাসি ভালোবাসি।


কর্মক্লান্ত বাড়ি ফেরা
ঘরোয়া কাজের ঠোকাঠুকি
বিরক্তি ঝরে পড়ছে ,
ভেতর বুকে চাঁদ দেখার লোভে
আলস্যদূর চাইছে আবদার;
যাও তো বলেই ঠেলা দেওয়া হৃদয়রাশি
বলে যায় ভালোবাসি ভালোবাসি।


এই বাসটুকু আমার জন্য,
আমাদের যুগলবিলাসী
যুগ যুগ বলে যায়
ভালোবাসি ভালোবাসি।


   -০-০-০-