আকাশে বেড়িয়ে এলাম দেখতে কুসুম
ফুটেই এলোমেলো খসে পড়ার ধুম ,
কারা যেন ভেবে ভেবে রোজ ফোটায়
আকাশ যে তাই এত কুসুম সাজায় ;
মেঘগুলো সরিয়ে সে নিজে উড়ে যায়
কত সব তারাদের যেন  খুঁজে পায় ;
কুসুমের গন্ধরাজি লুকিয়ে কোথায়
প্রাণে মনে সে কি বা স্বপ্ন সাজায় ।
আকাশ কুসুম আছে ঘরের পাশে
তাকে খুঁজতেই আমি যাই আকাশে
তোমাদের জন্যও আনতে পারি
যদি আমাকে দাও একখানা তরী
তুমিও সঙ্গে যাবে দেখবে  কুসুম
আকাশে ফোটে শুধু আকাশ কুসুম ।


-০-০-০-