বাঙালির মুখে মুখে কত কথা বলো
ভাষার অঙ্গনে তুমি জ্বেলে কত আলো
জ্ঞানের দৃষ্টিকে তুমি করো জাগরিত
বাংলার অন্তর জুড়ে তুমি অবারিত।
তোমার দর্শন চিন্তা মনুষ্য বিবেক
বারে বারে বলে গেছো অন্তর আবেগ,
সুর করা অনুভূতি সঙ্গীত মুখর
রবীন্দ্র আলোকে ভাসে বিশ্ব চরাচর।


ভাষা তবু ভাষাহীন বাংলার বরণে
কি যেন কি অন্য খোঁজে জীবন প্রাঙ্গণে।
এবার জীয়ন কাঠি জাগাও এ প্রাণে
বিশ্ব মাঝে বাংলা মুখ বাঁচুক সম্মানে।
তাই প্রতিদিন হোক আমাদের ডাক
বাইশে শ্রাবণ কিংবা পঁচিশে বৈশাখ।