কুড়িয়ে আনা যন্ত্রণাকে
ঘরে ফিরেই পোড়াতে বসে
পাঁচ পাঁচটি মুখ ।
খাঁটি সুখে ঝলসে নিয়ে
ভাগে ভাগে গিলতে থাকে সবাই ;
একটুও উপভোগের জৌলুস নেই
তবুও আরামের অপার সরল নিদ্রা নেমে এল
রাস্তার ধারে ঝুপড়িটাতে ।
পাশ দিয়ে চলে যাওয়া
হাজারো বৈচিত্র্য উচ্ছ্বাস কোলাহল
একটুও গায়ে না মেখে
অনাবিল তৃপ্তির প্রাণ মন
ঘুরে ফিরে বেড়াতে গেল স্বপ্নের দেশ ।
ওরা ভাল করেই জানে যন্ত্রণা বলে কিছু হয় না
পেট ভরে গেলে
অন্যের অপ্রয়োজনীয় বাঁচাগুলো খোঁচা দেয়
আর যন্ত্রণায় ছটপট করে ঈর্ষার পাত্র ।
ওরা এ সব দেখে না
শুধু বেঁচে আছে
এবং আগামীকাল বাঁচবে বলে ।
       -০-০-