কত রকমের মুখের সাথে দেখা হতেই থাকে
কত সব কথা বলে সেই সব মুখ
এক একটা বার্তা হয়ে যায় ,
আর আমি পটপরিবর্তনে কত সব দিশা হয়ে
জীবনের কত সব আলাপন হয়ে যাই ।
আমার প্রতিটি দিনের যাত্রা
খুঁজে ফেরে কত সব মুখের বিচিত্র ভাবনা ,
না পাওয়াতে বেহিসেবী হয়ে
আমি নিজেকে হারিয়ে ফেলি না সময়ের গর্ভে ।
কত সব বিচিত্র আলোর খেলা উচ্ছ্বাস উল্লাসের নেশা
আমি আমার দেখা কত সব মুখের মাঝে খুঁজে বেড়াই ।
কোথাও না কোথাও সেই সব মুখে
আরো কত সব জীবন লুকিয়ে আছে
আমি তাই দেখি – এ জীবনে এ টুকুই আমার
আরো কত সব প্রাপ্তি ।
                -০-০-০-