চেয়ে আছি অবকাশ বিদগ্ধ বিকেল
সুদূরের দিগন্ত ঐ কর্মক্লান্ত বুকে
আলোর তরঙ্গ করে সাদা কালো খেলা
মুখর জীবন বোধ বৈচিত্র্য আশায় ;
বর্ণের বৈষম্য দিশা মননে বিভেদ
সাদা কালো যন্ত্রণার লেখে রূঢ় কথা ।
না মোছা অন্ধকারেই উড়িয়ে পায়রা
আদিমের গন্ধ মেখে শান্তির ছলনা
বলে যায় জাগতিক অনন্তের ব্যথা ।
বিবর্ণে ভরেই রঙ সাদা এবং কালো
দৃষ্টির অধীর সুখে সাজায় মানুষ ,
ক্যানভাস তাই চায় তুলির আঁচড়ে
পেছনে দাঁড়িয়ে কালো ছবির মর্মার্থ
আরো গঠন প্রকাশ দেখাক প্রকৃতি ।
আমি যেন রাতে পাই দিনের সারাংশ
প্রজন্মের উচ্চারণে সাদা কালো অংশ ।
        -০-০-০-