কিছুতেই আর ফিরতে পারছি না
অগাধ ঐশ্বর্যের আল্পনা আঁকা
ছোট ছোট পদচারণা
হাসি কান্নার লুটোপুটি খাওয়া
আমার জন্মভিটেতে।


বেড়ে ওঠা আর বেঁচে ওঠা
চেঁচিয়ে বলেছে  
আরো উপরে আরো উপরে,
ছিন্ন ভিন্ন পৈত্রিক টান
অ-সুখের হাতছানি
আর নিজের কাছে নিজের বড় হওয়া
কিছুতেই খুঁজে পাচ্ছে না
জন্মভিটে।


হারিয়ে যাচ্ছে সবুজ ঘাষ আলখেত
সরষে বন কলাইখেত জলফড়িং
শালুক আর গুগলির জল কোমর
হঠাৎ ঝোপ থেকে সাদা ডানা মেলে
বকের উড়ে যাওয়া।


হে জন্মভিটে তুমি শুধু রয়ে গেছো
আমার যন্ত্রণা হয়ে।