মনে কর আমি নেই
শুধু এই ঘরে বাস করে
তুমি আর তোমার চিরন্তন বাস্তব ,
সকালের জানলায় হুমড়ি খেয়ে
ঢুকে পড়া হাওয়া
তোমারই মুখে আমি হয়ে বার বার ধরা দিই
আর মনকে ভাগ করে নিই বাঁচার আশায় ।
কার জন্য কোন কিছু আটকায় না
দিক বদল ঘটে গিয়ে
চড়া সুরের অজানা ভবিষ্যৎ
কত কি লুকিয়ে রাখে
অথবা বুক ভরে শ্বাস নেয় আমরা বুঝতেই পারি না ।


তুমি যেমন আছো আমিও যে পাশে থাকি
শুধু পরশ বুঝতে শিখলে
আর মনে করে কি হবে
ক্যানভাসে রঙভরা আছে কি না ?
-০-০-০-