হাওয়ারা মাতাল হয়ে মুলুকের তেপান্তরে
ঘাস ফুল আর ধানের খেতে
কি যেন খুঁজতে থাকে ,
হারিয়ে মান অভিমান শালুকের ডাঁটায় ধরে
বিলাসের রূপ লেপে যায় ।
পায় না পাবে না সে তোমারই সুখের তরী ,
আমার এই মরণ সাঁকো
উঠোনে যায় ভিজে যায় আঁতুড়ের মানিকপুরে ।
জানি তুমি বসে আছো
পথ চাওয়া তারার বাগান
মিঠে রোদ ঝলসে উঠে খাবি খায় পুকুর পাড়ে ;
মুখোশে সুখ এঁটে রয়
প্রতিদিন তোমার খোঁজে নাচে মন তা থৈ তা থৈ
পথটা পথের ধারেই
হাওয়াতে যায় মিশে যায় ;
সে আবার প্রাণ পেয়ে যায় , হাওয়াতে যায় মিশে যায় ।।
        -০-০-০-