একখানি ময়লা কাগজ বাড়িয়ে বললাম
ফিরিয়ে আনতে পারবেন আমার ঠাকুরদার
সৌন্দর্য্য সর্বনাম?
অনেক পর্যবেক্ষণে ভদ্রলোক
একবার আমার দিকে একবার কাগজ ঘষে
কি যেন খুঁজলেন রেখে চোখে চোখ।
চিত্রানুর কি দরকার? হারিয়ে যাওয়া মুখ
আপনার মধ্যে উনি অতীত বর্তমানের  
রেখে গেছেন অনেক জীবনের লুক।
তবু সময়টাই তো গেছে হারিয়ে
ফিরিয়ে আনতে সেইসব দিনগুজরান মুখ
শিল্পীর হাত মুখের দিকে তাকিয়ে।
অপেক্ষা করতে লাগলাম
আমার ঠাকুরদার জনান্তিক জন্মাদিনের জন্য ।
এখন সেই ফটোফ্রেম দেওয়ালে সর্বদা
আমাদের এগিয়ে যাওয়ার আশীর্বাদ হয়ে
বর্তমান হয়ে আছেন আমার ঠাকুরদা।