(১)


তোমাকে বিস্কুট দিয়ে হাসিল করতে পারি
আবার বিস্কুট অর্জন করা শিখিয়েও হাসিল করতে পারি
প্রথমটায় আমি প্রভু
দ্বিতীয়টায় বাঁচার অনুগামী


        (২)


অসুখদের আজকাল পাত্তা দিই না
ওরা রোজ রূপ বদলায় ,
মাছি তাড়ানোর মত তাড়িয়ে
বলি - বিন্দাস আছি ।


       (৩)  


অবোধের মূল্যায়নে
বোধের বিকৃতি
সমাজ কেতাদুরস্ত
আধুনিক ।