মন খারাপের পাড়া টপকে
কিছুতেই তোমার পাড়ায় পৌঁছতেই পারছি না ,
একটার পর একটা বিভেদের খবর
গাড্ডাগুলোকে জুড়ে দিয়ে নাকি রাস্তা হবে
জমা জলকে ছাদে তুলেই
সহজেই অট্টালিকার ছিটকে পড়া দাগ আটকানো যায়
পার্কের বেঞ্চিতে আর বিকেলের রোদ পড়বে না
বাইরে কাটিয়ে আসা নাইট ডিউটি
কিছুতে সকালের ঘুম ভাঙাতেই পারবে না
সব সময় অবসরের হাই উঠতেই থাকবে ;
ওদিকে পাখির ডাক ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে
ঘাসেরা সব মোরাম মাটি হয়ে উঠছে
আর আমি পাড়ার মোড়ে
রকগুলোর খোঁজে দিশেহারা
তোমার বর্ণনাই খুঁজে পাচ্ছি না ।


বুকের মধ্যে বিষিয়ে উঠছে যন্ত্রণা
তবুও আমি  তোমার পাড়ায় পৌঁছে
তোমাকে ঠিক খুঁজে নেব ।
       -০-০-০-