মনের সাথে মনের কথা বলা
চেনা অচেনার যাত্রা কাব্যে
মিলনের গাঁথা লেখা থাকে ভাবে
শান্তির খোঁজে পথ পায় লোকে ।
নিজেকে দেখার হারিয়ে সাহস
তোমাকেই করে দোষের ভাগী
জমছে পাহাড় অনাদর সুখ
আমরা সবাই মোহভোগী ।
পথ আগলে পথেই আছি
পথের সীমানায় মনের সাথী
আমার হয়ে আমারই কথা বলে
জীবনকে দেখি অনন্য সুখে ।