অনেক দিনের বন্ধ আশার দরজার খুলে
আমি রোজ সকালের দেওয়াল ভাঙি ,
আলাপ করি ওপারের বিষয় মুখ
কিসের জন্য আবছা আলোয় জমছে অন্ধকার !
দেখেছি এ দেওয়ালে অনেক আদর
ঝুলেছে কেবল আশ্বাসে ,
মুখ বাড়িয়ে একটু হাতে হাত আর ইচ্ছে সুখে
দিক বদলের প্রকল্পেরা সেতু গড়ে
পার হয়ে সে যেতেই পারে জীবন নদী ।
আর ভেঙে যায় খুব সহজে সারা দিনের
চলার পথের দেওয়ালগুলি ।
                     -০-০-০-