কলিংবেল নড়েচড়ে উঠলে
ছিটকিনিটা নীচে নামিয়েই তুমি চৌকাঠ ;
হাতদুটো দুদিকে ধরা আর পা দিয়ে রূদ্ধ  
তোমার হাসি মুখে অনেক জিজ্ঞাসার চিহ্ন ।
তাকে ডিঙিয়ে কোন আগন্তুকের
ভেতর আব্রুর নিজেকে গোছানো পর্যন্ত
যাওয়ার সাধ্যি নেই – এমন কি আমারও ।
গ্রাম টপকে শহরকে ছোঁয়ার জীবিকা
আমাদের এই আট বাই দশের একমাত্র বাঁচার
সদর চৌকাঠ ,
রাগ করে মুখ ফেরানো কোন অবলম্বন নয়
বাইরের সাথে ভেতরের হাজারো যোগসাজোসেও
এই ভাবে থাবা থেকে বার বার রেহাই পেয়ে
অনেকেই খুব বড় হয়ে ওঠে
ঘর করতে ঘরে ঘরে ।  
তুমি আমার সুজন তাই এত কথা
সে প্রেমিক অথবা প্রেমিকা যেই হও ।
         -০-০-০-