আকাশ গড়ি নি তাই অসীম হই নি
মাটিকে চষি নি তাই ফসল ফলে নি
জলে নানা রঙ তাই অমৃত পাই নি
ফুল ছিঁড়েছি তাই মধুও ঝরে নি ।
বাতাসে রোজ ভাসাই বিষের বাঁশি  
নিঃশ্বাসে ভরে এ বুক ধুলো রাশি রাশি
আলোর ছটাতে ভাসে ভ্রম অবিশ্বাসী
প্রকৃতির বৃষ্টি রেখা সৃষ্টি পরবাসী ।


তবুও বাঁচতে চাওয়া মনের ভোগান্তি
রাঙানো বলয় জুড়ে সুধা ভরা শান্তি
মানবতার বিন্যাসে শক্তি পয়মন্তী
দরজা গোলাপ গাঁথা আশার শ্রাবন্তী ;  
জীবনে জীবন হোক প্রেমে মেহগনি
সবার হৃদয় ছোঁয়া প্রাণ সঞ্জীবনী ।
       -০-০-০-