নিজেকে বুঝতেই চলে যাওয়া সময়ে
হারিয়ে ফেলি আগামীর বিভব বার্তা
হয়তো অজানায় ভেসে চলা সনাতনে
লেখা ছিল অনাবিল শান্তির ঠিকানা ।
মনের রহস্যে আঁকিবুকি বিভ্রাট মোহ
নিজেকে নিজের কাছে উপহার দেয় ,
সকলের খুব ভাল হবে ভেবেই তো
অন্ধকারও গেয়ে ফেলে মুক্তির গান ।
অধিকারেও লুকানো থাকে আলোর ছটা
ধুলো সরিয়ে তৈরি রাস্তায় আমিও
চলতে চলতে তোমার হাত ধরি
বলি - আমিও শান্তির এক একটি বার্তা ।