(১)
সুখের পসরায় দুঃখগুলো
বিন্দুর মত থাকে
হাসিল হলেই হয় বড় বড় গর্ত ,
তথৈবচ জীবন শুধু কষ্টই পেল ।


        (২)


প্রজন্মকে মাটির গন্ধ চেনাতে
বারান্দার টবে রোজ জল ঢালছে পূর্বতন ,
এখুনি ফুল ফুলছে না
তাই একে একে লঙ্ঘন করে ফেলছে অধৈর্যের সীমানা ।


         (৩)


পৃথিবীতে কোথাও পুরোপুরি
অন্ধকারে ঢেকে নেই
ক্ষীণ থেকে ক্ষীণতম আলো আছেই ,
সেখান থেকেও শুরু যায় জীবনযাত্রা ।