মাঝে মাঝে রাশ টেনে ধরে বলতেই হয়
যা করছ তা তোমার কাছে তুমি নিজেই
স্প্ষ্ট হতে পেরেছ তো ?
আমি কি জানি বলেই মুনাফাবাজের মত
ইটের উপরে ইট রেখেই চলেছি ;
একবার টান পড়লে হুড়মুড় করে ধসে পড়বে ।
সময়কে গাঁথতে মূল্যায়নের সেতারে
ধমকে চাবকে জোর করে বেঁধে রাখতে চাইলে
অবোধের সংসারে মাগনা সাহসও মিলবে না
মুক্তির বিশ্রামে বিরোধ তো লেগেই থাকবে ।
তাই মাঝে মাঝে যে টুকু হুশিয়ারি পাবে
তাকেই পরীক্ষার চরম পত্র হিসেবে গণ্য করে
মর্যাদার শল্কপত্রে আগামী তুলে ধরাই শ্রেয় ।
      -০-০-০-