অবসর কাটানোর অনেক পথ আছে
আমি হিজিবিজি লিখি সে জন্যে নয় ,
আরো কিছু পাব - পাওয়ার শেষ হবে
তার জন্য চাতকের কাতর আহ্বান মনে রাখি না ।
আমার ধারহীন কলমের আঁচড় বড় নয় ,
তবুও যন্ত্রণাকে বুকের পাষান মনে করে
আচ্ছ্ন্নতার অন্ধকারে বসে এ সব লিখি ।


অস্পষ্টতার ছায়া নিয়ে প্রকৃতি ধরা দেয়
তাই তার হয়ে ওকালতি করার সাহস পাই নি ;
বাস্তব জীবন অভিজ্ঞতা ঘরের দেওয়াল পর্যন্ত
তাও চেহারার মিল দেখে ঝুঁকে পড়ে ।
এভাবে কিছু করা যায় কি না কে জানে ?
এ সব কিছু মনে না রেখে কেবল লিখি
লিখতেই থাকি ।
এ আমার অবসর কাটানো নিজের কথা ।


    -০-০-০-০-