বলছি শোনো, সে এক অদ্ভুতুড়ে কাণ্ড
আগা গোড়া কিচ্ছুটি নেই ফাঁপা
লেজের উপর ভর দিয়ে যে হাঁটছে সদাই
সেই তো আবার দাঁড়িয়ে একা করছে কি
পা নেই তাও ঘুরছে দেখি যেন এক চরকি ।
শ্যেন দৃষ্টিতে আকাশ দেখে চোখ নামিয়ে
ডানাদুটো তার গুটিয়ে রাখে সে ভয়ে ভয়ে  
জানে , যদি খসে যায় কি যে হবে তার
চিনবে না তো কেউ চেনা বামুন বলে আর
চামড়ার উপরে চামড়া সাজিয়ে গণ্ডারকে
হার মানিয়েছে , গড়ছে একার পৃথিবীকে ।
তার চোখ যে থাকে পেছনে , দেখে গোপনে
মুখে সে খায় না কিছু আর থাকে সাবধানে
বুকের খাঁচায় বর্ম ঢাকা তবুও রোগ বারোমাস
কোদাল লাঙ্গলে করে সে তারাদের চাষবাস ।
এমনি কত যে অদ্ভুত ঘুরছে এপাশ ওপাশে
কিই বা হবে ভয় পেয়ে এমন সব সর্বনাশে ।
          -০-০-০-