(১)
উৎসব কখনও একা থাকে না
কোথাও না কোথাও মিলে যায় ।


   (২)
এ বছর চাঁদা একটু বেশী
তাই চাল তেল নুনও চড়া ,
তুমিও তো কষ্টের হিসেব বাড়িয়ে নিলে ।
এ হেরাফেরি ক্রমশ বর্ধমান ।


     (৩)


পরম্পরার স্রোত সম্মান
মুর্তির সামনে
মাথা ঝুঁকিয়েই প্রণাম ।


     (৪)
আলোর খোঁজে আলেয়ার আবাহন
আড়ম্বরে মুখ ঢেকে যায় প্রদর্শন ,
রাতকে জাগিয়ে রাখতে পেরেছি
তাই আমি এ বারের সেরা ।