চড়াই উতরাই পেরিয়ে যায়
লক্ষ থাকে মানবতা
কোন বাধাই মানে না সে যে
এগিয়ে চলার রাস্তা ;
ঘুড়ির সাথে আকাশে ছড়িয়ে
তারার ঘরেই বাস
অসীম সাগরে পাল তুলে দেয়
মুক্তো খোঁজার আশ ;
ছুটতেই থাকে গহীন অরণ্যে
অজানা ঠিকানা সাথে
ফুলরেণু মেখে পাতার সবুজ
মনের মোহিনী মাতে ।
সবকটা স্রোত বুকেতে ধরেই
পাথর ভাঙছে মাটি
রোজ কিশলয় আগামীর ভোর
রাতের আঁধার কাটি ।
ঘরেতে বসে বইয়ে মুখ গুঁজে
দিগন্তে হারায় রোদ
ধুলো কাদা মেখে ঘাস মাড়িয়ে
শিখছি জীবন বোধ ।।