মাথায় কোন চিন্তাই কাজ করছে না
আকাশ মাটি গাছপালা পশুপাখি মানুষজন
সবই একই সূত্রে মিলে যাওয়া
সময়কে বহমান পদক্ষেপমাত্র ,
পায়ে পায়ে জড়িয়ে যাওয়া আমি ধুলিকণা
শুধু উড়ে যাই মিশে যাই গড়িয়ে যাই
মিলে যাই দেখে যাই পিষে যাই ভেঙে যাই
কিন্তু কিছুতেই নিজের কাছে নিজেকে দেখাতে হারিয়ে যাই না ।
সম্পূর্ণ অকাজের বর্ণনায়
মস্তিষ্কে যে ম্যাপ তৈরি হয় তাতে আমি থাকে
সেখানে মুখোশ গড়ে তোলা খুব কঠিন ।
এমনসব অলস ভাবনার অনন্ত কণায়
আমি ও জীবন ।
      -০-০-০-