আমি আজ ভবঘুরে হব
সময়ের হাত ধরে জীবনের সীমানায়
অনন্তের ঘুর্ণিপাকে নিজেকে নিজেই খুঁজে বেড়াব ।
পাতার কুটির অথবা অট্টালিকা
পিচল কাদা রাস্তা এবং শুনশান সরণি বা হাইওয়ের ধাবায়
এখানে ওখানের শুকনো ডালপালা গাছের তলায় মরা ঘাসে
পাহাড় চূড়ায় বা সমতলে নদীর কিনারায়
নিজের স্থান করে নেব
হৃদয়ে হৃদয়ে আকাঙ্ক্ষা বা অনাকাঙক্ষার বীজ বুনে দেব
আর আমি থাকব ঠিক থাকব
আজ আমাকে তোমরা কেউ সময়ের গর্ভে ফেলে
নিশ্চিহ্ন করতে পারবে না ,


আজ আমি ভবঘুরে হব ।
        -০-০-০-