আলোর ভুবন জাগি বিশ্বায়নের পথে
মহতী মুহূর্তের মর্মর আশার দোলা
ভাসছে প্রাণের অনাবিল শান্তির পরিনাম
দিকে দিকে ছড়িয়ে পড়ে তারই গুঞ্জরণ ;
অবাক দৃষ্টির প্রলেপ দিশায় ভোর হয়
পৃথ্বীর উত্তরণে ঘুর্ণিপাক লাগে সংসারসুখে
গুছিয়ে পদচারণা শিখে নেয়
একটা একটা জীবন সংগ্রাম ।
সকালের উত্তেজনায় লাগে বিকাশের ঢেউ
উজ্জীবিত সন্ধিক্ষণের আকর লেখা  
সময়ের ইতিহাসে ।
রোজ যে সম্ভাবনার মঙ্গল সূচনা
মূর্তির অলীক রহস্য খোঁজে উল্টানো পৃষ্ঠায়
মানবিক মূল্যায়নে মন্ত্রের জপমালা
উদার আকাশে বিভাস হয়ে খেলা করে ।


সকালের তাৎপর্য দিনের অবকাশ
আমাদেরই হৃদয় জুড়ে ।
             -০-০-০-০-