(১)


দুঃখ সবসময় সমতলে থাকে
সুখের এত চড়াই উতরাই
কিছুতেই সমতল হতে পারে না ।


      (২)


প্রেমের শেকড়ে মাটির ভাবনা
আঘাতেও গড়ে ভালোবাসার মূর্তি ।


        (৩)


বাক্যহারা প্রকৃতিও কাব্যিক হয়ে যায়
নষ্ট সময়ের আগামী দলিল রক্ষায় ।