সবাইকে ডাকলেও ঘর গোছাতে ভুল করে না
কোন হিসেব কষা ব্যাকরণ ,
আহ্বান তো করতেই হয়
না হলে পুরস্কারের কোন মর্যাদা থাকে না ।
স্বয়ম্ভরের মাঝ বরাবর হেঁটে
পরখ করে নিয়ে
বর নির্বাচন করার ভাবনাতেই অনেক রহস্য ।
মুখ দেখাতে বার বার খোলস ছেড়ে
অধিকারের বিকিরণ ঘটিয়েও
আবর্তন কোন সূত্র মানেই না ।
সোজা হয়ে আকাশ দেখতে সকলেই প্রার্থনায় বসে
আবার সেই আকাশে ভাগ টেনে
শুধু তোমাকে দেখতে বিশ্বসেরাই মনে হয় ।
শ্মশানেও জীবনের খেলা চলে
তাই তো ভাগের মা গঙ্গা পায় না বলে
খুব চেঁচামেচি করে
আমরাই আকাশ ধুতে বসে যাই খুব আয়েসে ।
সকাল হলেও স্পষ্ট বলতেই পারি
এটাই আমার সেরা
তোর কি ক্ষমতা আছে
পাল্টে দিবি আমাদের এই অধিকার বাগান ।
সূর্য কিন্তু নতজানু হয়ে হাঁটে না ?