মনকে খোলসা করে ফেলাই কি মনের কাল হল ?
স্পষ্ট বিষয়ের পটভূমিকায় নিজেকে মেলে ধরে
কর্তব্যের শেকড়ে উদার সামাজিকতায়  
আপন ভেবে ইচ্ছা অনিচ্ছার দরবার করে বাঁচতে চাওয়া
আমাকে আমার ঘেরাটোপে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে যন্ত্রণার সুর তুলবে
এ আমি ভাবতেও পারি নি ।
পদক্ষেপে সময়ের মাপকাঠি মাপতে হয়
সকাল বিকেল মিলিয়ে বোধের তাল জাগরণ ঘটাতে হয়
ফুলের অযাচিত পাপড়ির প্রকাশ যুগোপযোগী হতেই হবে
না হলে কীট দংশনে বিব্রত রচনার দলিল লেখা হবেই ।  


মনের এতসব অনুকরণ ও অনুসরণে
ব্যর্থ শিক্ষার পাঠে মনন দিশা রচনায়
আবার মন হয়ে দাঁড়িয়েছি ‘সিনি’
আমায় গ্রহণ করো ।
    -০-০-০-