সিনি, তুমি আমায় ভালোবাসো?
তবে তুমি আমার বৃষ্টি হবে?


আমি যে আজও আলো বাতাস জলে স্থলে লোকালয়ে
কোথাও নিজের স্রোতে নিজেকে ভাসাতে পারি নি;
শুধু ধূলিকণায় শিশিরবিন্দু স্থবির হয়ে থেকে গেছি।


আমার এত কাছে আছো তবুও তোমায় ছুঁতে পারি নি
মন পলাশী উদাস বিকেল তবুও কেন রঙ মাখে নি!
কিশলয়ের আলসেমিতে ফুল ফোটে নি
আগুন হৃদয় মুকুল ধরে হয় নি সরস।


বলতে বলতে ঝাউ বনে নদীর ধারে হঠাৎ ঠাণ্ডা বাতাস
বৃষ্টি এল এই ফাগুনে সারা আকাশ,
মাঠ ঘাট আর মাটির দেওয়াল খুব ভিজছে
সিনি আমায় জড়িয়ে ধরে সেই মাঠেতে ডুব দিচ্ছে;
আমায় ভাসিয়ে নিয়ে
মিশিয়ে দিচ্ছে সাগর জলে
উত্তাল সুখ ঢেউ হয়ে, বৃষ্টি হয়ে।


আমি তো বেশ হচ্ছি মানুষ
অপার সুখে যুগ পাহারায় ঘাসে ঢাকছি সময় ছবি;


হঠাৎ এসে বৃষ্টি তুমি, হঠাৎ এসে বৃষ্টি তুমি।