যৌবনের পরিচয়
কোথাও না কোথাও হয়,
চর্চিত আঁকাবাঁকা  
গায়ে মাখে মলয়
গোলাপের পাপড়ি মেলে
প্রজাপতি রঙিন হয়
ভ্রমরা গুনগুন করে
মেঘ পাখিদের ডানায়
সত্তা বিকিরণ করে

বাইরের গহীনে
তুমি অবারিত অসীম গাঁথায়
জোনাকি মুক্ত মোহনা
খুঁজে বেড়ায় খুঁজে পায়।

যৌবনের সার্থক অবগাহন
তার আজন্ম পরিক্রমা।


‘সিনি’ তুমি
গোটা একটা পৃথিবী ।
              -০-০-০-০-